প্রতিনিধি, শেরপুর : শেরপুরে ২ দিনব্যাপী ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় শেরপুর সদর উপজেলার চর পক্ষীমারি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খাস পাড়া গ্রামে এ প্রতিযোগিতা শুরু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আকবর আলীর সভাপতিত্বে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা উদ্বোধন করেন সদর উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মিজানুর রহমান। প্রতিযোগিতায় পৃথক ৩টি গ্রুপে জেলা এবং দেশের অন্যান্য জেলা থেকে শতাধিক ঘোড়াসহ ঘোড় সোয়ার অংশ নেয়।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় দেখতে স্থানীয় এলাকাবসীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত আবাল-বৃদ্ধ-বনিতারা ভিড় করে।
প্রতিযোগিতার দ্বিতীয় দিন ৫ আগস্ট শনিবার বিকালে চূড়ান্ত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ফ্রিজ, এলইডি টিভি ও মোবাইল ফোন উপহার প্রদান করা হবে বলে আয়োজকরা জানায়।