শেরপুরে চার বছরের শিশুকে হত্যার অভিযোগ

 

শেয়ার বিজ প্রতিনিধি, শেরপুর : শেরপুর সদর উপজেলা থেকে তাহমিদ নামের চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শহরের সজবরখিলা মহল্লা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিশু তাহমিদ ওই মহল্লার শিক্ষক দম্পতি আব্দুল মালেক ও জহুরা পারভীনের ছেলে। তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহত তাহমিদের বড় ভাই রাফি জানায়, গতকাল শনিবার সকালে তাহমিদ ও তাওহিদ যমজ ভাইকে নিয়ে বাড়ির সামনের রাস্তায় খেলা করছিলেন। এ সময় এক বন্ধুর ডাকে তাদের বাসায় রেখে পাশের দোকানে যান।