Print Date & Time : 5 September 2025 Friday 10:01 pm

শেরপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিনিধি, শেরপুর : শেরপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার সকালে শহরের চকবাজারস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। পরে প্রতিষ্ঠার বার্ষিকীর কেক কাটা হয়। কর্মসূচি পালনকালে বিভিন্ন শ্লোগানে অনুষ্ঠানস্থল মুখর করে তোলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।

এছাড়া পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোয়েব হাসান শাকিল, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রূপক, সাধারন সম্পাদক নাজমুল হাসানসহ জেলা ও উপজেলা ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।