Print Date & Time : 6 August 2025 Wednesday 7:33 am

শেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস

প্রতিনিধি, শেরপুর: শেরপুরে স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশÑএ সেøাগান সামনে রেখে নানা আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার সকালে জেলা প্রশাসক ও জেলা সরকারি গণগ্রন্থাগারের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা সরকারি গণগন্থাগারের সামনে এসে শেষ হয়।  পরে গ্রন্থাগার মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। এ সময় স্বাগত বক্তব্য রাখেন লাইব্রেরিয়ান সাজ্জাদুল করিম।

এ সময় উপস্থিত ছিলেনÑজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জেবুন্নাহার শাম্মী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রেজুয়ান, জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তার, সহযোগী অধ্যাপক শিব সংকর কারুয়া, সদর উপজেলার চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জেলা গ্রন্থাগার সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান প্রমুখ।

আলোচনা সভা শেষে কবিতা পাঠ, পুঁথি কাব্য পাঠ, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জেলার বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের নেতা, কবি-সাহিত্যিক, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।