প্রতিনিধি, শেরপুর : শেরপুরে নানা আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্প্রতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।
এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস,সহ সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।