Print Date & Time : 29 August 2025 Friday 9:18 pm

শেরপুরে জাতীয় কন্যাশিশু দিবসে চিত্রাংকন প্রতিযোগিতা

প্রতিনিধি, শেরপুর : ‘সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার’ এই প্রতিপাদ্যে শেরপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে কন্যাশিশুদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ অক্টোবর মঙ্গলবার সকালে শেরপুর জেলা সরকারি শিশু পরিবারে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে অর্ধশত শিশু ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এ সময় জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আসলাম খান, শেরপুর জেলা সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শামীমা নাছরিন, সাংবাদিক ও কবি রফিক মজিদসহ শিশু পরিবার ও শিশুবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের শিশু অধিকার সপ্তাহের শেষান্তে আগামী ১১ অক্টোবর বিকালে শেরপুর জেলা শিশুবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশ শিশুর উন্নয়ন, সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে বর্তমান সরকার। এই শিশুদের অন্তত ১৫ শতাংশ কন্যাশিশু। কন্যাশিশুর ওপর বঞ্চনা বেড়ে যাওয়ায় দিবসটি বিশেষ গুরুত্বসহকারে পালনের উদ্যোগ নেয়া হয়েছে।