Print Date & Time : 3 August 2025 Sunday 12:07 pm

শেরপুরে জাতীয় শোক দিবস পালিত

প্রতিনিধি,শেরপুর : শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।

আজ সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা কালেক্টরেট ভবন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, এমপি।

পরে জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, চেম্বার অব কমার্স, প্রেস ক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা পর্যায়ক্রমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া ১৫ আগস্টের অন্যান্য শহীদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করার মাধ্যমে জাতীয় শোক দিবসের সূচনা করা হয়।

এর আগে আওয়ামী লীগ শেরপুর জেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, অঙ্গসংগঠন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।