Print Date & Time : 28 August 2025 Thursday 1:38 pm

শেরপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে সহ নিহত ৩

প্রতিনিধি, শেরপুর : শেরপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে সহ ৩ জন নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। শুক্রবার  (১৩ জানুয়ারি) রাত ৮ টায় শেরপুর পৌরসভার তাতালপুর এলাকায় এ ঘটনা ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শেরপুর জেলা শহরের খুয়ারপার এলাকা থেকে যাত্রি নিয়ে সিএনজি তিনানি বাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়ে পৌর শহরের তাতালপুর এলাকায় চাউল বুঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এলাকাবাসী বিকট শব্দে সংঘর্ষের শব্দ পেয়ে তাদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালের পাঠায়। এসময় ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়। ট্রাকের নাম্বার ঢাকা মেট্রো- ট ২০৬৪১৪।

নিহতেরা হলেন, রফিক (৪৫) ও তার ছেলে রাব্বি (১৪)। তাদের বাড়ি নালিতাবাড়ি উপজেলার লোহালিয়া এলাকায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ১ জনের নাম ও ঠিকানা পাওয়া যায়নি। অপরদিকে আহতরা হলেন ঝিনাইগাতী উপজেলার কালিবাড়ি এলাকার সুভাস চন্দ্র পালের ছেলে সৌমিক সুভ পাল (১৫), কালিবাড়ি বানিয়াপাড়া এলাকার ফুল মাহমুদের ছেলে হাবিব ড্রাইভার (৩৫) ও রাজনগর এলাকার আবেদ আলী হাজীর ছেলে মোহাম্মদ আলী (৪০)। শেরপুর সদর হাসপাতালের কর্তব্যরত ডা. শাহনেওয়াজ নুমান এই তথ্য নিশ্চিত করেছেন।