প্রতিনিধি, শেরপুর: শেরপুরে ইতিবাচক রাজনীতির উৎসবে যোগ দিন এ সেøাগানকে সামনে রেখে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে তারুণ্যের মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের চকবাজারস্থ শহিদ মিনার প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠিত মেলা উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি।
মেলায় গণতন্ত্র, রাজনীতি, নারীর ক্ষমতায়ন, নেতৃত্ব, অ্যাডভোকোসিসহ ৮টি বিষয়ে ফ্রি কোর্স করানো হয়। এছাড়া শেরপুর সরকারি কলেজের ডিভেটিং ক্লাবের সঙ্গে জেলা ছাত্রলীগের মেধাবী তরুণরা রাজনীতি বিমুখের কারণ রাজনীতিবিদরা নয়, নাগরিকদের সচেতনতার অভাবই দায়ী বিষয়ে পক্ষ-বিপক্ষ বিতর্ক এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা, বিভিন্ন কলেজের ছাত্রনেতা ও সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।