Print Date & Time : 8 July 2025 Tuesday 11:27 am

শেরপুরে দেয়ালে লিখে শিক্ষার্থীদের প্রতিবাদ

প্রতিনিধি, শেরপুর: কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়ে দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে শেরপুরের সাধারণ শিক্ষার্থীরা।

৩ আগস্ট শনিবার বিকেলে শেরপুর পৌর শহরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর দেয়ালে এ চিত্র আঁকে তারা। পরে আশপাশের বিভিন্ন দেয়ালে বিভিন্ন স্লোগান লিখে প্রতিবাদ জানিয়ে দিনের কর্মসূচি শেষ করেন তারা। এসময় অর্ধশতাধিক শিক্ষার্থী কয়েকটি ভাগে ভাগ হয়ে দেয়ালে প্রতিবাদি শ্লোগান লেখে।

এসময় শিক্ষার্থী বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় চালানো হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ও শিক্ষার্থীদের গণগ্রেপ্তারের প্রতিবাদে আমরা শেরপুরে কর্মসূচি পালন করছি। আমাদের যৌক্তিক দাবির আন্দোলনে যেভাবে অতর্কিত হামলা ও গুলিবর্ষণ হয়েছে, তা অবর্ণনীয়। আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে রাজপথে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা নতুন নতুন কর্মসূচি পালন করে যাব। আমরা আমাদের মনের কথা এই দেয়ালে লিখে যাচ্ছি।

এসময় তারা আরও বলেন, আমাদের গ্রেপ্তারকৃত সকল ভাই-বোনদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। কারফিউ প্রত্যাহার করতে হবে। এছাড়াও এসময় শিক্ষার্থীদের এই আন্দোলনে শিক্ষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।