Print Date & Time : 7 September 2025 Sunday 1:29 am

শেরপুরে নদীভাঙন আতঙ্ক

প্রতিনিধি, শেরপুর : টানা বর্ষণ ও উজানের পানি বৃদ্ধির ফলে শেরপুরের পুরোনো ব্রহ্মপুত্র শাখা দশানী নদীর ভাঙনে বিলীন হচ্ছে তীরবর্তী এলাকা। এরই মধ্যে প্রায় এক কিলোমিটার এলাকার ভাঙনে বাড়ি, বৈদ্যুতিক লাইন ও শতাধিক একর আবাদি জমি পানির নিচে তলিয়ে গেছে। এ ছাড়া হুমকিতে আছে ৪০ বছরের পুরোনো বাজার, এলাকার একমাত্র প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদসহ শতাধিক বাড়িঘর।

ভাঙনকবলিত এলাকার ভুক্তভোগীরা জানান, গত কয়েক বছরের ভাঙনে মূল নদীর গভীরতা কমে গতিপথ এখন লোকালয়ের দিকে। এতে টানা এক সপ্তাহের ব্যবধানে মূল নদী থেকে শতাধিক মিটার ভাঙনের সৃষ্টি হয়েছে। এ ছাড়া প্রত্যন্ত এই চরের কৃষকের ধান ও সবজি ক্ষেত নদীতে বিলীন হয়ে গেছে। টিউবওয়েল ও টয়লেট নদীতে চলে যাওয়ায় কয়েকটি পরিবারের নিরাপদ পানির অভাব তৈরি হয়েছে। এ ছাড়া কয়েকটি পরিবার বাড়ি সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে। ভাঙনের হাত থেকে রক্ষা পেতে শক্তিশালী পাইলিং করে স্থায়ী বাঁধ দিয়ে ৭ নম্বর চর এলাকাকে রক্ষা করার দাবি স্থানীয়দের।

১ নম্বর ওয়ার্ডেও সাবের মেম্বার বলেন, আমার বাড়ি এইবার নিয়ে পাঁচবার নদীতে চলে গেল। প্রতিবার নদীর ভাঙনে বাড়ি পেছনের দিকে সরিয়ে নিলেও এবার আর জায়গা নেই। এবার সবটুকু ভাঙলে আমাকে রোহিঙ্গা হতে হবে।

কামারেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, গতবারের ভাঙনে পানি উন্নয়ন বোর্ডকে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেয়নি। এবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে এনে সরেজমিন পরিদর্শন করেছি। আশা করি, এবার ব্যবস্থা হবে।

এ ব্যাপারে শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহনাজ ফেরদৌস বলেন, ‘আমি ৭ নম্বর চর এলাকা নিজে পরিদর্শন করেছি। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে।’