Print Date & Time : 29 August 2025 Friday 6:33 pm

শেরপুরে নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ

প্রতিনিধি, শেরপুর : যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্নার মাগফেরাত কামনায় নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে শেরপুরে শতাধিক অসহায় শীতার্ত ও এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) সকালে জেলার নকলা উপজেলার টালকি আযযাহারানী মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক ও দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক তোফায়েল গাজালি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার সায়েদুল হক তারা ও সঞ্চালনা করেন মাওলানা যুবায়ের আহমেদ।

নুরুল ইসলাম ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক তোফায়েল গাজালি বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সুন্দর বাংলাদেশ বিনির্মাণে স্বপ্ন দেখতেন। তার পরিশ্রমে যমুনা গ্রুপ বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়াও তিনি যমুনা গ্রুপের চেয়ারম্যানের আত্নার মাগফেরাত কামনায় দোয়া কামনা করেন।

এসময় অন্যান্যের মধ্যে মাদ্রাসার মোহতামিম মাওলানা আজহারুল ইসলাম, ইউনিয়ন পরিষদের কাউন্সিলর রফিকুল ইসলাম বেনজু ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।