Print Date & Time : 31 August 2025 Sunday 3:19 pm

শেরপুরে পরিমাপে কারচুপির অভিযোগে পেট্রোল পাম্পকে জরিমানা

প্রতিনিধি,শেরপুর : জ্বালানি তেলের পরিমাপে কারচুপি করার অভিযোগে শেরপুরের এক ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার ১০ আগষ্ট দুপুরে মমিনবাগ সার্ভিস স্টেশনকে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকারের তথ্য মতে, পেট্রোল ও অকটেন পরিমাপে কমে বিক্রি করছে এমন অভিযোগের প্রেক্ষিতে শহরের মমিনবাগ সার্ভিস স্টেশনে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় তথ্য প্রমাণ সঠিক থাকায় ওই স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে তাদের তেল বিক্রিতে সঠিক মাপ দিয়ে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।