প্রতিনিধি, শেরপুর:‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজš§ গড়ে তোলো’ এ সেøাগানকে সামনে রেখে পাতাবাহার খেলাঘর আসর শেরপুরে পালিত হলো গৌরবের ৫০ বছর পূর্তি উৎসব। গতকাল সকালে শেরপুর শিল্পকলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে পূর্তি অনুষ্ঠান শুরু হয়। সকালে জাতীয় সংগীত ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। এরপর শিল্পকলা একাডেমি মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় শেরপুরের পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন হুইপ আতিউর রহমান আতিক।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা, জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত পিপি ও সভাপতি খেলাঘর অ্যাডভোকেট ইমাম হোসেন ঠন্ডু, জেলা শাখার সাধারণ সম্পাদক নন্দ সাহা প্রমুখ।