Print Date & Time : 27 August 2025 Wednesday 11:30 pm

শেরপুরে বাম দলের হরতালে মাঠে নেই নেতারা

প্রতিনিধি, শেরপুর : সারা দেশে বাম দলের সকাল ৬ থেকে দুপুর ১২টা পর্যন্ত ডাকা হরতালে শেরপুরে মাঠে নেই নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার ভোর থকেই লক্ষ করা গেছে, হরতালের ছিটেফোঁটা নেই। সব ধরনের যান চলাচল করেছে। দোকানপাঠ ও অফিস-আদালতও যথাসময়ে খোলা হয়েছে। লোকাল ও দূরপাল্লার সব ধরনের যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল করছে।

তবে বেলা বাড়ার সাথে সাথে শহরে যানবাহন বাড়তে শুরু করে।

সদর উপজেলার কমিউনিস্ট পার্টির সভাপতি সোলাইমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তারা হরতালে জনসচেতনার জন্য বুধবার শহরে লিফলেট বিতরণ করেছেন। কিন্তু আজ দলের ডাকা হরতালে মাঠে নেই নেতারা।