Print Date & Time : 28 August 2025 Thursday 4:32 pm

  শেরপুরে বিএনপির ২৩ নেতাকর্মী কারাগারে

প্রতিনিধি, শেরপুর: শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, শ্রীবর্দী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলালসহ শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলার ২৩ নেতাকর্মীকে জেলা কারাগারে পাঠিয়েছেন আদালত।

পুলিশ কর্তৃক দায়ের করা বিস্ফোরক আইনসহ পৃথক চারটি মামলায় ২০ মার্চ বুধবার দুপুরে বিএনপি নেতাকর্মীরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে দুটি মামলায় জামিন দেয়া হলেও অন্য দুই মামলায় জামিন না মঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন আদালত। এর আগে এসব মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন এসব নেতাকর্মী।

জাতীয় নির্বাচনের আগে, শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী থানা পুলিশ বাদী হয়ে চারটি মামলা দায়ের করেন পুলিশ।