Print Date & Time : 28 August 2025 Thursday 7:48 pm

শেরপুরে বিশ্ব হাতি দিবস পালিত

প্রতিনিধি,শেরপুর : শেরপুরে ‘নিরাপদ আবাস, চলাচল ও নিরাপত্তা নিশ্চিত না করলে বিলুপ্ত হবে স্থলভাগের বৃহৎ এই প্রাণীটি’ এ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব হাতি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ আগষ্ট শুক্রবার দুপুরে জেলার সীমান্তবর্তী শ্রীবর্দী উপজেলার রাণীশিমূল ইউনিয়নের বালিঝুরি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্য বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা একেএম রুহুল আমিন, বালিঝুরি রেঞ্জ কর্মকর্তা মো. রবিউল ইসলাম, রাণী শিমূল ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ, সিঙ্গাবরুনা ইউপি চেয়ারম্যান ফকরুজ্জামানসহ এলিফ্যান্ট রেসপন্স টিম সদস্য, স্থানীয় ক্ষতিগ্রস্থ গ্রামবাসী, আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার আগে বালিঝুরি বাজার থেকে স্কুল মাঠ পর্যন্ত স্থানীয়দের মাঝে হাতি রক্ষায় সচেতনতার লক্ষে শোভাযাত্রা বের করা হয়।