প্রতিনিধি, শেরপুর : কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে সারা দেশের ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও একটি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপনের সাথে শেরপুর সদর উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা টিটিসি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় ঢাকায় গণভবন থেকে অনলাইনে জুম মিটিংয়ের মাধ্যমে এ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে গণভবন থেকে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। তিনি টিটিসি উদ্বোধন ঘোষণা করার পর শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জিল্লুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তা। আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম হিরু, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান প্রমুখ। সভায় জানানো হয়, শহর সংলগ্ন ভাতশালা ইউনিয়নের কানাশাখলাস্থ দেড় একর জমির ওপর ৪ তলাবিশিষ্ট এ টিটিসি ভবন নির্মাণে মোট ২০ কোটি ৬৪ লাখ টাকা ব্যয় হয়।
উদ্বোধন অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তা টিটিসি চত্বরে বেশ কিছু বৃক্ষরোপণ করেন।
দেশে বেকার সমস্যা সমাধানে কারিগরিতে দক্ষ প্রশিক্ষণ দেয়ার জন্য এ টিটিসিতে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আইটি সাপোর্ট টেকনিশিয়ান, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, ড্রাইভিং উইথ অটোমেকানিক্স, সিভিল কনস্ট্রাকশন, রেফ্রিজারেটর অ্যান্ড এয়ারকন্ডিশনিং, অটোমেকানিক্স, মেশিন টুলস অপারেশন ও গার্মেন্ট বিষয়ে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দেয়া হবে। এছাড়াও এখানে বৈদেশিক ভাষা শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠাতে দক্ষ শ্রমিক তৈরিতেও কাজ করবে এ টিটিসি।