প্রতিনিধি, শেরপুর: শেরপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকি অভিযানে দুই হোটেল ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) সকালে সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের ব্রহ্মপুত্র ব্রীজ পাড় বাজারে হোটেল শহজালাল ও হোটেল জিলানিতে অভিযান চালালে সেখানে অবৈধ ভাবে ভেজাল খাদ্য তৈরীর প্রমান পাওয়া যায়।
এসময় হোটেল শাহজালালকে ৩ হাজার এবং হোটেল জিলানিতে ৪ হাজারসহ মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শহরের বিভিন্ন কাপড়ের দোকানে পণ্যের দাম ও ক্রয় মেমো সঠিক রয়েছ কী না তা তদারকি করা হয়।