প্রতিনিধি, শেরপুর : শেরপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের নিয়মিত বাজার মনিটরিং এর ধারাবাহিকতায় সোমবার (১০ এপ্রিল) শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ তরমুজ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন।
এসময় শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আরিফুল ইসলাম এঁর নেতৃত্বে জেলা শহরের রঘুনাথ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই দুই ব্যবসায়ী তরমুজ পিছ হিসেবে বিক্রি করার নিয়ম থাকলেও কেজি দরে বিক্রি করায় প্রত্যেককে ৩ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া শহরের খরমপুর, নয়ানীবাজার, মুন্সিবাজার শহীদ বুলবুল সড়ক ও নিউ মার্কেট এলাকায় প্রতিটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন করার জন্য মাইকিং এবং প্রতিটি দোকানে লিফলেট, প্যাম্পলেট বিতরণ করা হয়।