Print Date & Time : 28 August 2025 Thursday 5:44 am

শেরপুরে ভ্রাম্যমাণ লাইব্রেরির অনলাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রতিনিধি, শেরপুর : শেরপুরে কাগজের বই পড়ায় আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি দীর্ঘদিন থেকে বাড়ি বাড়ি গিয়ে বই পৌঁছে দিচ্ছে। সে সাথে এ বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টিতে প্রচারের জন্য অনলাইনে বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় ভ্রাম্যমাণ লাইব্রেরির অনলাইন প্রতিযোগিতার গত জুলাই ও আগস্ট মাসের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় আজ ১৯ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে শেরপুর সরকারি কলেজ মাঠ চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শেরপুর সরকারি কলেজ কেন্দ্রে জুলাই মাসের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘গ’ গ্রুপ থেকে প্রথম স্থান এবং আগস্ট মাসের ‘গ’ গ্রুপ থেকে দ্বিতীয় স্থান অধিকারী ওই কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী তৈতী মিত্র মজুমদারের হাতে পুরস্কার তুলে দেন শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু এবং গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ও সিনিয়র সাংবাদিক কবি রফিক মজিদ। এ সময় ভ্রাম্যমাণ লাইব্রেরির কর্মকর্তা মো. তৌহিদুল আলম উপস্থিত ছিলেন।

এর আগে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিযোগিতার ‘ক’, ‘খ’ ও ‘গ’ গ্রুপের অন্যান্য বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, প্রতি মাসে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির অনলাইনে আবৃত্তি, সুন্দর হাতের লেখা, সংগীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছাড়াও অফলাইনেও গ্রুপভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে বিশ্বসাহিত্য কেন্দ্রের বিভিন্ন বই উপহার দেয়া হয়ে থাকে। এবারের প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।