Print Date & Time : 4 September 2025 Thursday 11:46 pm

শেরপুরে মাদক পাচার রোধে কঠোর অবস্থান

প্রতিনিধি, শেরপুর: সম্প্রতি শেরপুর জেলার সীমান্তবর্তী ৩ উপজেলাসহ পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার সীমান্ত দিয়ে মাদকের সহজ রুট হওয়ায় সোচ্চার হয়ে উঠেছে পুলিশ। ইতোমধ্যে বেশ কয়েকটি বড় চালান আটক করতে সক্ষম হয়েছে জেলা পুলিশ। 

বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনায়  ৪ এপ্রিল মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ পুলিশ সুপার মো. কামরুজ্জামান এসব তথ্য জানায়।

শেরপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার উপস্থিত সাংবাদিকদের সম্মুখে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, দেশের অন্যান্য জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে তুলনা করা হলে সেক্ষেত্রে শেরপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো অবস্থায় রয়েছে। তবে মামলাসংক্রান্ত গত ৬ মাসের চিত্র এবং পর্যালোচনায় বর্তমানে নারী নির্যাতন মামলাসহ অন্যান্য মামলা অনেক কমে গেছে। এতে করে জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সোহেল মাহমুদ পিপিএম, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল উপস্থিত ছিলেন।