Print Date & Time : 27 August 2025 Wednesday 3:21 pm

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী

প্রতিনিধি, শেরপুর : শেরপুর জেলা ক্রীড়া অফিস আয়োজিত মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান এবং সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘তারুণ্যের উৎসব, ২০২৫’ উদ্যাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় অনূর্ধ্ব-১৫ বালকদের মাসব্যাপী এ ফুটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়।

জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে সমাপনী ও সনদ বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. জিন্নাত আলী, ফরিদ আহমেদ লুলু, সাংবাদিক রফিক মজিদ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি সৈয়দ রবিউল করিম মণি। এ সময় অন্যদের মধ্যে জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ বদরুল হক রিজভীসহ ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড়, সাংবাদিক ও অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।