Print Date & Time : 30 August 2025 Saturday 5:55 am

শেরপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ডা. সেরাজুল হক স্মৃতি বৃত্তি প্রদান

প্রতিনিধি, শেরপুর : শেরপুরে শ্রীবরদী কল্যাণ সমিতির আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ডা. সেরাজুল হক স্মৃতি বৃত্তি প্রদান করা হয়েছে।

৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শহরের সজবরখিলাস্থ শ্রীবরদী কল্যাণ সমিতির কার্যালয়ে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডা. সেরাজুল হকের পুত্র, শ্রীবরদী কল্যাণ সমিতির আজীবন সদস্য ও শেরপুর-৩ (ঝিনাইগাতি-শ্রীবরদী) আসনের সাবেক সাংসদ এবং শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল।

অধ্যাপক মোহাম্মদ আছমত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন শ্রীবরদী উপজেলার চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

সভায় সমিতির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. সেলিম মিয়ার সঞ্চালমায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাবেক সভাপতি মো. শওকত আলী, সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, মো. আশরাফুল মনির প্রমূখ।

উপজেলার প্রাথমিক, জেএসসি, এসএসসি ও এইসএসসি পর্যায়ের জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ৬১ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তির নগদ টাকা, মূল্যায়নপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়।