Print Date & Time : 8 July 2025 Tuesday 9:15 am

শেরপুরে যুবকের মরদেহ উদ্ধার

শেরপুর সদরের তাতালপুর বিএম রোডের পাশে একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, শেরপুর সদর উপজেলার মির্জাপুর কান্দিপাড়া বিএম কলেজ রাস্তার পাশের ধানক্ষেতে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সদর থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় রশি প্যাঁচানো ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার বয়স আনুমানিক ৪০ বছর।

এখন পর্যন্ত ওই ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। খবর পেয়ে শেরপুর জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।