প্রতিনিধি, শেরপুর: শেরপুরে পাহাড়ে ঢলে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জেলা রেভার স্কাউট টিম।
৫ অক্টোবর শনিবার রাতে ঝিনাইগাতী উপজেলার হাসলিগাও গ্রামে বন্যার্তদের উদ্ধার এবং তারদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
সময় সবার স্কাউটের জেলা রুবার এর কমিশনার অধ্যাপক উত্তম কুমার নন্দী, সম্পাদক মো. মজিবর রহমান, সহকারী কমিশনার শফিউল্লাহ বকুল, ঢাকা জেলা রোভার এর যুগ্ম সম্পাদক আব্দুল হান্নানসহ অন্যান্য রোভার স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।
দুই শতাধিক বন্যার্তের মাঝে শুকনো খাবার ও শিশু খাদ্যসহ ১০ প্রকারের পন্য দেয়া হয় প্রতি প্যাকেটে।
এদিকে বিতরণ শেষে রাতের আঁধারে নৌকা যোগে বাড়ি ফেরার পথে নৌকা টিভি শিকার হন তোমার স্কাউট টিম। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করেন।