Print Date & Time : 11 September 2025 Thursday 10:02 pm

শেরপুরে সমাজসেবার সুদমুক্ত ঋণের চেক বিতরণ

প্রতিনিধি, শেরপুর: জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে শেরপুরে শোভাযাত্রা, আলোচনা সভা ও সুদমুক্ত ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়েছে।  গতকাল সোমবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করা হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। পরে জেলা প্রশাসকের তুলশীমালা কনফারেন্স রুমে আলোচনা সভায় ১১ জন উদ্যোক্তাকে ৩ লাখ ৩০ হাজার টাকার সুদমুক্ত ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া সংস্থার সেরা ৩ জনকে এবং এসএসসিতে ভালো ফলাফল করায় বালিকা শিশু পরিবারের (এতিমখানা) বৈশাখী নামে এক শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

এ সময় জেলা সমাজসেবার উপপরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) উজ্জল মিয়া। এছাড়া প্রতিবন্ধীদের পক্ষে জান্নাতুল ফেরদৌসী মিশুসহ বিভিন্ন সংগঠন ও উদ্যোক্তারা বক্তব্য রাখেন।