প্রতিনিধি, শেরপুর: শেরপুরে বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন ও ইয়ুথ কেয়ার চ্যারিটি ফাউন্ডেশন এর আয়োজনে নবীন বরন অনুষ্ঠান হয়েছে।
৩১ শে আগস্ট শনিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার ডেফলাই গ্রামে এই নবীন বরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন ও ইউথ কেয়ার চ্যারিটি ফাউন্ডেশন এর শেরপুর জেলা শাখার সভাপতি অন্তর হাজং।
অনুষ্ঠানে অংশগ্রহনকারী ১০ জন নবীন শিক্ষার্থীকে হাজং জাতির উন্নয়নে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার আহব্বান জানান অন্তর হাজং। আলোচনাসভা শেষে উপস্থিত প্রত্যেক শিক্ষার্থীকে গীতা উপহার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত হাজং শিক্ষার্থীরা তাদের মাতৃভাষা এবং বাংলা ভাষায় গান পরিবেশন করেন।