Print Date & Time : 26 July 2025 Saturday 6:31 pm

শেরপুর বন‍্যার্তদের মাঝে শুকনা ও রান্না করা খাবার বিতরণ

প্রতিনিধি, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে বন্যার্তদের মাঝে বিজিবির ময়মনসিংহ সেক্টর ও শেরপুর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ত্রান বিতরণ করা হয়েছে।

শনিবার (০৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার হাতিপাগার বিজিবি ক্যাম্পে বন্যার্ত প্রায় পাঁচশতাধিক মানুষের মাঝে এসব ত্রান বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি’র ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্তিত ছিলেন ময়মনসিংহের ৩৯ বিজিবি’র উপঅধিনায়ক মেজর এম এম রাশেদুল ইসলাম ও বিজিবি হাতিপাগার ক্যাম্প কমান্ডার সুবেদার ওবায়েদুর রহমান, শেরপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলক আব্দুল করিম, মনির হোসেন, সাকিম আহমদ প্রমুখ।

এসময় প্রায় পাঁচশতাধিক বন্যার্ত মানুষের মাঝে শুকনা খাবার, বিশুদ্ধ খাবার পানি, ঔষধ, স্যানিটারি নেপকিন ও রাতের জন্য রান্না করা খাবার বিতরন করা হয়।