Print Date & Time : 14 August 2025 Thursday 9:35 pm

শেরপুর শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

প্রতিনিধি, শেরপুর: শেরপুর চেম্বার অব কমার্সের আয়োজনে চেম্বার সদস্যদের এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রোববার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক।

চেম্বার সদস্য বশিরুল ইসলাম সেলুর সঞ্চালনায় চেম্বার সভাপতি আসাদুজ্জামান রওশনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনার আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু এবং প্রিয় বক্তা ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুর রশিদ, সদর উপজেলার চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, চেম্বার সহসভাপতি প্রকাশ দত্ত প্রমুখ।