Print Date & Time : 7 September 2025 Sunday 12:16 pm

শেরপুর সীমান্তে মেছো বাঘ উদ্ধার

প্রতিনিধি, শেরপুর : শেরপুর জেলার ঝিনাইগাতী থেকে বিলুপ্ত প্রজাতির একটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। রবিবার (২৯ জানুয়ারি) সকালে ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের বন্দভাট পাড়া গ্রামের বখতিয়ার হোসেন এর বাড়ির পাশের কাঁঠাল গাছে বাঘের মতো এক বন্যপ্রাণী দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনা স্থলে গিয়ে তাদের ও স্থানীয়দের সম্মিলিত চেষ্টায় মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কাশেম বলেন, আমরা মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছি।

ময়মনসিংহ বনবিভাগের রাংটিয়া রেঞ্জের গজনী বিট কর্মকর্তা মকরুল ইসলাম বলেন, মেছো বাঘের বাচ্চাটির উচ্চতা প্রায় দেড় ফুট, লম্বায় আড়াই ফুট। সারা গায়ে ডোরাকাটা দাগ রয়েছে। মুখ দেখতে অনেকটা বিড়ালের মতো, গায়ের রং ধূসর। এটি পরে গারো পাহাড়ের জঙ্গলে অবমুক্ত করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, বন-জঙ্গলে হয়তো খাবার না পেয়ে মেছো বাঘের বাচ্চাটি লোকালয়ে চলে এসেছে। এটি অবমুক্ত করার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।