নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সূচক ও লেনদেন ইতিবাচক ছিল। সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৭৫ শতাংশ কোম্পানির দর বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৫ দশমিক ৮৯ পয়েন্ট বা এক দশমিক ১৩ শতাংশ বেড়ে পাঁচ হাজার ৮৭০ দশমিক ৮৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১১ দশমিক ৩৯ পয়েন্ট বা দশমিক ৮৩ শতাংশ বেড়ে এক হাজার ৩৭২ দশমিক ৪৪ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ২২ দশমিক ৫৯ পয়েন্ট বা এক দশমিক শূন্য পাঁচ শতাংশ বেড়ে দুই হাজার ১৬৮ দশমিক ৯৬ পয়েন্টে অবস্থান করে। গতকাল ডিএসইর বাজার মূলধন বেড়ে চার লাখ সাত হাজার ৮৪৬ কোটি ৪৫ লাখ ৬৬ হাজার টাকা হয়। ডিএসইতে গতকাল লেনদেন হয় ৪২২ কোটি ৩০ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন লেনদেন হয় ৩৮৯ কোটি পাঁচ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসেবে লেনদেন বেড়েছে ৩৩ কোটি ২৫ লাখ টাকা। এ দিন ৯ কোটি ২৬ লাখ ৯২ হাজার ৯৬৯টি শেয়ার ৮৯ হাজার ১৯২ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৩৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫০টির, কমেছে ৫০টির, অপরিবর্তিত ছিল ৩৪টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে মুন্নু সিরামিক। ১২ কোটি ৬৫ হাজার টাকায় আট লাখ ৩২ হাজার ৯৫টি শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর আট টাকা ৮০ পয়সা বেড়েছে। এর পরের অবস্থানে ছিল ইফাদ অটোস লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড, স্কয়ার ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লংকাবাংলা ফাইনান্স, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, আমরা নেটওয়ার্কস, ইউনিক হোটেল ও কেয়া কসমেটিকস লিমিটেড। সর্বোচ্চসংখ্যক শেয়ার লেনদেনকারী কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে উঠে আসে কেয়া কসমেটিকস। কোম্পানিটির ৬৩ লাখ ১৩ হাজার ৩১৯টি শেয়ার লেনদেন হয়। এর পরের অবস্থানে ছিল সিটি ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, বিডি থাই, ফু-ওয়াং ফুড, ন্যাশনাল ব্যাংক, জেনারেশন নেক্সট ও মেট্রো স্পিনিং।
আট দশমিক ৪৭ শতাংশ দর বেড়ে দর বাড়ার শীর্ষে চলে আসে বিডি ল্যাম্পস। এরপর ছয় দশমিক ৮১ শতাংশ দর বাড়ে আলিফ ইন্ডাস্ট্রিজ। মুন্নু সিরামিকের দর ছয় দশমিক ৭৪ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের দর ছয় দশমিক ৪৬ শতাংশ বাড়ে ও সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানির দর বাড়ে ছয় দশমিক ৩৪ শতাংশ।
অন্যদিকে তিন দশমিক ৬৬ শতাংশ দর কমে পতনের শীর্ষে চলে আসে এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান। এরপর তিন দশমিক ২২ শতাংশ দর কমে আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির দর তিন শতাংশ কমেছে। এপেক্স ফুডসের দর দুই দশমিক ৯৮ শতাংশ এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের দর দুই দশমিক ৭০ শতাংশ কমেছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সিএসসিএক্স মূল্য সূচক ৯২ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯১১ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৫২ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭৯ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২২৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত ছিল ২৩টির দর।
সিএসইতে এদিন ১৫ কোটি ৪২ লাখ ৩৭ হাজার ৩৩৯ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেনের শীর্ষে ছিল কেয়া কসমেটিকস লিমিটেড। কোম্পানিটির প্রায় এক কোটি ৩৬ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। এছাড়া স্কয়ার ফার্মার এক কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।