Print Date & Time : 4 July 2025 Friday 11:03 pm

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরের আগে সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স চার পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ২১৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক এক পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক তিন পয়েন্ট কমে যথাক্রমে ১১৬৮ ও ১৯১৪ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ৩১৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসে চেয়ে ৭১ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে ৩৮৬ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
গতকাল ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৮টি কোম্পানির, কমেছে ১৪৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৭১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর।
এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলোÑবেক্সিমকো ফার্মা, ওরিয়ন ইনফিউশন, শাইনপুকুর সিরামিক্স, বিচ হ্যাচারি, লাভেলো আইসক্রিম, এস আলম স্টিল, উত্তরা ব্যাংক, স্কয়ার ফার্মা, ইস্টার্ন ব্যাংক ও এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৪১ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ৭৪টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত ছিল ৩৩টির কোম্পানির শেয়ারদর।

গতকাল সিএসইতে সাত কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ১৩ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে ২০ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।