Print Date & Time : 5 September 2025 Friday 1:48 pm

শেষ পর্যন্ত মাঠে থাকব, কীভাবে হারায় দেখব: হিরো আলম

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বলেছেন, তিনি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন, কীভাবে হারায় দেখবেন। সোমবার (১৭ জুলাই) জামিয়া মোহাম্মদিয়া ইসলামী মাদরাসা ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন হিরো আলম।

তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু হবে কি না জানি না। আমাদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। আমার সঙ্গে কয়েকজন এজেন্ট আছে, তাদেরও বের করে দেওয়া হয়েছে। তাদের মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। আমাদের এজেন্টদের বের করে দিয়ে তারা একতরফা ভোট করার চেষ্টা করছে। তা না হলে কেন আমাদের এজেন্টদের বের করে দেওয়া হবে?

হিরো আলম আরও বলেন, আমার নারী এজেন্টরাও ছাড় পাননি, তাদেরও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শন করে স্বতন্ত্র প্রার্থী আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম (হিরো আলম) সুষ্ঠু ভোট হলে বিজয়ী হবেন বলে আশা প্রকাশ করেন।