শেষ সময়ে উভয় বাজারে দর সংশোধন

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে গতকাল লেনদেনের শুরুতে সূচকের উত্থান হলেও শেষ হয় পতন দিয়ে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর ১৫ মিনিটের মধ্যে সূচক পাঁচ হাজার ৯০০ পয়েন্টের মাইলফলক অতিক্রম করলেও আধঘণ্টার মধ্যে বিক্রির চাপ বাড়লে সূচক নেমে যেতে থাকে। এরপর বেলা ১২টার পর ফের কেনার চাপ বাড়ে। তবে সেটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। শেষ দেড় ঘণ্টায় বিক্রির চাপে সূচকে পতন নেমে আসে। শেষ পর্যন্ত ২৩ পয়েন্ট নেতিবাচক অবস্থানে থেকে লেনদেন শেষ হয়। বাকি দুটি সূচকও পতনে ছিল। গতকাল বেশিরভাগ কোম্পানির দরপতন হয়। লেনদেন কমে হাজার কোটিতে নেমে আসে। চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেনে একই চিত্র লক্ষ্য করা গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৩ দশমিক ৭৯ পয়েন্ট বা দশমিক ৪০ শতাংশ কমে পাঁচ হাজার ৮৩৯ পয়েন্টে অবস্থান করে।
ডিএসইএস বা শরিয়াহ্ সূচক সাত দশমিক ৯০ পয়েন্ট বা দশমিক ৫৯ শতাংশ কমে এক হাজার ৩২২ দশমিক ৭১ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১১ দশমিক ৮০ পয়েন্ট বা দশমিক ৫৮ শতাংশ কমে দুই হাজার ১৭ দশমিক ২৬ পয়েন্টে অবস্থান করে। গতকাল ডিএসইর বাজার মূলধন কমে চার লাখ ১২ হাজার ৩৫২ কোটি টাকা হয়। ডিএসইতে গতকাল লেনদেন হয় এক হাজার কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ১৩৯ কোটি ৩১ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসেবে লেনদেন কমেছে ১৩৮ কোটি ৭৯ লাখ টাকা। এদিন ২৫ কোটি ৬১ লাখ ৫২ হাজার ৮৮৩টি শেয়ার দুই লাখ ১৬ হাজার ৮৪ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৮৫টির, অপরিবর্তিত ছিল ৩৭টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে খুলনা পাওয়ার। ২৮ কোটি ৩১ লাখ টাকায় কোম্পানিটির ৪০ লাখ ৭৫ হাজার ৭৩৭টি শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর দুই টাকা ২০ পয়সা কমেছে। দ্বিতীয় অবস্থানে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ২৭ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এর পরের অবস্থানগুলোয় ছিল ঢাকা ব্যাংক, জেএমআই সিরিঞ্জ, ইউনাইটেড পাওয়ার, ইউনাইটেড ফাইন্যান্স, বিএসসি, ফার্মা এইড, অগ্রণী ইন্স্যুরেন্স ও বিবিএস কেব্লস। ৯ দশমিক ৯১ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে ইস্টার্ন ইন্স্যুরেন্স। এরপর কর্ণফুলী ইন্স্যুরেন্সের দর ৯ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে, তাকাফুল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮২ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের দর ৯ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে। ইউনাইটেড ইন্স্যুরেন্সের দর ৯ দশমিক ৩৩ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৩২ শতাংশ, বিএসসির সাত দশমিক ৭২ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের সাত দশমিক ৪৩ শতাংশ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ছয় দশমিক ৯৬ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের দর ছয় দশমিক ৯৪ শতাংশ বেড়েছে।
অন্যদিকে আট দশমিক শূন্য দুই শতাংশ দর কমেছে নিটল ইন্স্যুরেন্সের। এমএল ডায়িংয়ের দর সাত দশমিক ৬৩ শতাংশ কমেছে। এছাড়া মেঘনা কনডেন্সড মিল্কের দর সাত দশমিক শূন্য চার শতাংশ, ইমাম বাটনের পাঁচ দশমিক ৫৩ শতাংশ, জেএমআই সিরিঞ্জের দর পাঁচ দশমিক ৪৭ শতাংশ কমেছে। গোল্ডেন সনের পাঁচ দশমিক ১২ শতাংশ, কাট্টলী টেক্সটাইলের চার দশমিক ৯০ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের চার দশমিক ৯০ শতাংশ, উসমানিয়া গ্লাসের চার দশমিক ৭৮ শতাংশ ও ফিনিক্স ইন্স্যুরেন্সের দর চার দশমিক ৪৯ শতাংশ কমেছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৩৪ দশমিক ১৬ পয়েন্ট বা দশমিক ৩১ শতাংশ কমে ১০ হাজার ৮১৩ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৫৭ দশমিক ৭০ পয়েন্ট বা দশমিক ৩২ শতাংশ কমে ১৭ হাজার ৯০০ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৭১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার এবং ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৫৩টির, অপরিবর্তিত ছিল ২৮টির দর।
সিএসইতে এদিন ৩৬ কোটি ১৩ লাখ ৩৯ হাজার ৮৫৯ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪১ কোটি ৫৪ লাখ ৪৪ হাজার ৫৮৩ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন কমেছে পাঁচ কোটি ৩১ লাখ টাকা। সিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে অবস্থান করে বিএসআরএম লিমিটেড। কোম্পানিটির তিন কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এরপর প্যারামাউন্ট টেক্সের দুই কোটি ৭১ লাখ টাকার, বিএসসির এক কোটি ৩১ লাখ টাকার, বেক্সিমকোর এক কোটি ২২ লাখ টাকার, ঢাকা ব্যাংকের এক কোটি টাকার, ইফাদ অটোসের ৬৮ লাখ টাকার, বিডি ফাইন্যান্সের ৫৫ লাখ টাকার, প্রিমিয়ার ব্যাংকের ৪৮ লাখ টাকার, ওরিয়ন ইনফিউশনসের ৪৬ লাখ টাকার ও লংকাবাংলা ফাইন্যান্সের ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।