শেষ হতে চলেছে হুন্ডি, দুর্নীতির দিন: জয়

নিজস্ব প্রতিবেদক: ‘বিদেশে থাকা এক কোটি ১৮ লাখ প্রবাসী গত অর্থবছরে প্রায় ১৩ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন। এর বাইরে হুন্ডির মাধ্যমে কত টাকা এসেছে তার কোনো হিসাব নেই। এখন পেপাল চালু হওয়ায় দ্রুত টাকা পাঠানোর সুবিধার কারণে প্রবাসীরা আর হুন্ডি করবেন না এবং তাতে রেমিট্যান্স বাড়বে। বিদেশ থেকে টাকা আনতে হুন্ডি, দুর্নীতির দিন শেষ হতে চলেছে।’ এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল (বৃহস্পতিবার) ‘বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৭’-এর দ্বিতীয় দিনে পেপালের জুম সেবার আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা।

তিনি বলেন, ‘রেমিট্যান্স এবং ফ্রিল্যান্সারদের আয় যে হুন্ডির মধ্য দিয়ে আসত, সেটা বন্ধ হয়ে যাবে। লিগ্যাল চ্যানেল দিয়ে চলে আসবে, দুর্নীতির সুযোগ বন্ধ হয়ে যাবে। যারা হুন্ডি করে তারা চিট করে। টাকা চুরি হওয়ার সম্ভাবনা আর থাকছে না। ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতি যখন উন্নত দেশগুলোর সঙ্গে পাল্লা দিতে পারবে, তখন টাকা পাঠানোরও সুযোগ তৈরি হবে। তবে পেপাল দিয়ে টাকা পাঠানো যাচ্ছে না। এটা পেপালের ব্যর্থতা নয়। বাংলাদেশ ব্যাংকের আইনে বাইরে টাকা পাঠানো নিষেধ।’

এ সময় ‘জুম সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের আগে বেশ কিছুদিন পরীক্ষামূলকভাবে চলছিল। এ সময়ে প্রায় আট কোটি টাকা দেশে এসেছে,’ বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের (পরে অন্য দেশও যুক্ত করা হবে) পেপাল অ্যাকাউন্টধারী যে কোনো ব্যক্তি তার পেপাল ওয়ালেট ব্যবহার করে মোটামুটি ৪০ মিনিটের মধ্যে নিরাপদে বাংলাদেশে নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। প্রতিবার সর্বোচ্চ ১০ হাজার ডলার পাঠানো যাবে। প্রতি লেনদেনে এক হাজার ডলার পর্যন্ত চার দশমিক ৯৯ ডলার ফি লাগবে। এক হাজারের বেশি লেনদেনের ক্ষেত্রে বাড়তি আর কোনো ফি দিতে হবে না। প্রাথমিকভাবে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক, পূবালী ব্যাংক, সিটি ব্যাংক ও ইসলামী ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে পেপালে আসা টাকা তোলা যাবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, পেপালের মাধ্যমে বিদেশ থেকে টাকা আনার সুযোগ ছিল এ দেশের ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের দাবি। আজকের এ সেবা উদ্বোধনের ফলে তাদের সেই দাবি পূরণ হলো। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও আপাতত পেপালের জুম সার্ভিসের মাধ্যমে অর্থ পাঠাতে পারবেন প্রবাসীরা। ফ্রিল্যান্সাররাও তাদের টাকা তুলতে পারবেন।’

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরীও অনুষ্ঠানে বক্তব্য দেন।

উল্লেখ্য, পেপাল ইন্টারনেটভিত্তিক বিশ্বের বৃহত্তম পেমেন্ট ব্যবস্থা। জুম তাদের ক্রস বর্ডার পেমেন্ট সার্ভিস। একসময় জুম আলাদা কোম্পানি থাকলেও ২০১৫ সালে পেপাল তা কিনে নেয়। ওই বছরের শেষদিকে বাংলাদেশে জুমের সেবা চালু হয়। বেশ কিছুদিন পরীক্ষা-নিরীক্ষার পর আনুষ্ঠানিক উদ্বোধন হলো। আপাতত এ সেবা হবে ‘ইনবাউন্ড’। অর্থাৎ বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানো হলে তা তোলা যাবে। বাংলাদেশ থেকে কেউ বিদেশে টাকা পাঠাতে পারবেন না। প্রবাসীরা জুম ব্যবহার করে কয়েক ঘণ্টার মধ্যে দেশে টাকা পাঠাতে পারবেন। যারা দেশে বসে বিদেশে কাজ করেন, ফ্রিল্যান্সার বা আউটসোর্সিংয়ে জড়িত, তারাও এর সুবিধা পাবেন।