Print Date & Time : 6 September 2025 Saturday 5:22 pm

শেষ হলো নর্থ বেঙ্গল স্টার্টআপ সামিট ২০২৩

নিজস্ব প্রতিবেদক : উত্তর বঙ্গের স্টার্টআপগুলো সফল করে তুলতে পারলে ভবিষ্যতে এ অঞ্চল হতে পারে বাংলাদেশের সিলিকন ভ্যালি। নর্থ বেঙ্গল স্টার্টআপ সামিটের সমাপনীতে এ প্রত্যাশার কথাই উঠে আসে অতিথিদের বক্তব্যে। রাজশাহী বিভাগের তরুণ ডিজিটাল উদ্যোক্তাদের সংগঠন স্টার্টআপ রাজশাহীর উদ্যোগে দুই দিনের নর্থ বেঙ্গল স্টার্টআপ সামিটের সমাপনী আয়োজিত হয় গতকাল শুক্রবার। উদ্যোক্তাদের কাজের স্বীকৃতি, বিনিয়োগকারীদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়াসহ স্টার্টআপ সংস্কৃতির বিকাশে উত্তরবঙ্গে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এই আয়োজন।

সমাপনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মাসুদুর রহমান রিংকু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক (ইনচার্জ) ড. মো: মিজানুর রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মাসুদুর রহমান রিংকু বলেন, এ স্টার্টআপগুলোকে সফল করে তুলতে পারলে ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেটা পূরণ হবে। এ স্টার্টআপগুলোই এ অঞ্চল তথা দেশের অর্থনীতিকে নেতৃত্ব দেবে।

আইডিয়া প্রকল্প পরিচালক বলেন, এ অঞ্চল থেকে ভবিষ্যতে দেশের বড় বড় স্টার্টআপ উঠে আসবে। তিনি বলেন, বাংলাদেশের বাজার অনেক বড়। আর এ শিক্ষা নগরীতে রয়েছে অসংখ্য উদ্যমী ও মেধাবী তরুণ। তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তি খাতে কাজ করার জন্য অনেক সুযোগ রয়েছে সবার।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্টার্টআপ রাজশাহীর উপদেষ্টা ও এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক সৈয়দ আব্দুল্লাহ শাওন। আইডিয়া প্রকল্পের মানব সম্পদ বিষয়ক পরামর্শক মো. নাজিম উদ্দিনসহ আরও উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল স্টার্টআপ সামিটের ইভেন্ট পরিচালক ও স্টার্টআপ রাজশাহীর সাধারণ সম্পাদক মাহির আসেফ এবং আরও অনেকে।

সমাপনী দিনে রাজশাহীতে কর্মসংস্থান ও তরুণদের কর্ম সক্ষমতা তৈরির জন্য কাজ করার জন্য ফ্লিট বাংলাদেশ, রিয়াল স্টার প্রোপার্টিজ, এমডি এইনফোটেক, ভিভা সফট ও রিয়াল স্টার সোসাইটিকে পুরস্কৃত করা হয়। উল্লেখ্য, এক্সপোতে দর্শনার্থীদের সঙ্গে ইনগেজমেন্টের ভিত্তিতে স্টার্টআপগুলোর মধ্যে সহ-আয়োজন সহযোগীদের পুরস্কৃত করা হয়। এ আয়োজনের এক্সপোতে উত্তরবঙ্গে গড়ে ওঠা অথবা কার্যক্রম চালানো প্রায় ২৫টি স্টার্টআপ অংশগ্রহণ করে এবং দর্শনার্থীদের জন্য ভিআর গেম, ড্রোন ও রোবট শোকেস, ইলেকট্রিক রেস কার-সহ চমকপ্রদ সব প্রযুক্তির প্রদর্শন করে। পুরো আয়োজনে ৪টি বিশেষ অধিবেশন, ৭টি এক্সাপার্ট সেশন, তরুণদের জন্য স্টার্টআপ আইডিয়া প্রতিযোগিতা ও স্টার্টআপ এক্সপো মিলিয়ে ২০০০-এর অধিক দর্শনার্থী অংশগ্রহণ করেন।

এর আগে, স্টার্টআপ ইকোসিস্টেমের বিকেন্দ্রীকরণ ও দেশের প্রথম স্মার্ট সিটি রাজশাহীকে ব্র্যান্ডিং করার প্রতিপাদ্যে রাজশাহীর বঙ্গবন্ধু হাই-টেক পার্কের অন্তর্গত শেখ কামাল আইটি ট্রেইনিং ও ইনকিউবেশন সেন্টারে বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর সকালে আয়োজনটির শুভ উদ্বোধন করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

উল্লেখ্য, স্টার্টআপ রাজশাহীর উদ্যোগে ২৮-২৯ সেপ্টেম্বর নর্থ বেঙ্গল স্টার্টআপ সামিট ২০২৩ অনুষ্ঠিত হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প (আইডিয়া) এর সহযোগিতায় রাজশাহীর বঙ্গবন্ধু হাই-টেক পার্কের অন্তর্গত শেখ কামাল আইটি ট্রেইনিং ও ইনকিউবেশন সেন্টারে বসে এবারের আসর। আইডিয়া প্রকল্প ছাড়াও ওই সামিট আয়োজনে সহযোগিতায় ছিল বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।