Print Date & Time : 11 September 2025 Thursday 3:11 am

শেষ হলো ‘বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব’

রাজধানীর শিশু একাডেমিতে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ ও বিজ্ঞানভিত্তিক মাসিক পত্রিকা বিজ্ঞানচিন্তার যৌথ আয়োজনে দিনব্যাপী নানা অনুষ্ঠান ও বিজয়ীদের পুরস্কৃত করার মধ্য দিয়ে সম্প্রতি শেষ হয় বিজ্ঞান উৎসবের দ্বিতীয় আসর। বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার হিসেবে বই, ট্রফি, মেডেল, সনদ ও বিকাশের পক্ষ থেকে ল্যাপটপ তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার শেখ মো. মনিরুল ইসলাম, শিশু একাডেমির মহাপরিচালক ও ছড়াকার আনজীর লিটন, বিজ্ঞান চিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম, অনুজীব বিজ্ঞানী সেঁজুতি সাহা, কার্টুনিস্ট আহসান হাবীব প্রমুখ। বিজ্ঞপ্তি