Print Date & Time : 28 August 2025 Thursday 10:05 pm

শেষ হলো ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২’র অডিশন

শোবিজ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে – মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২। অক্টোবরে শেষ হলো প্রাইমারী অডিশন। প্রায় আট হাজার প্রতিযোগী রেজিষ্ট্রেশন করে এই প্রতিযোগিতায়। সেখানে থেকে বাছাই করে পাঁচ শতাধিক প্রতিযোগীকে আমন্ত্রন জানানো হয় অডিশনরে জন্য।

গত ১লা অক্টোবর ও ২রা অক্টোবর বনানী টাওয়ারে প্রাইমারী অডিশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রেজেন্ট ডিরেক্টর আফসানা হেলালী জোনাকী জানান, এই অডিশনের মাধ্যমে ১০০ জনকে নির্বাচন করা হবে। পরে গ্রুমিং সেশন ও দ্বিতীয় রাউন্ড অডিশনের মাধ্যমে টপ ৫০ ও র্পযায়ক্রমে ২০ ও ১০ নির্বাচন করে এই মাসের ২৯ তারিখ অনুষ্ঠিত হবে ফাইনাল রাউন্ড।

তিনি জানান, আমাদের দেশের বিবাহিত নারীরা তাদের প্রতিভা ও মেধার বিকাশ ঘটাতে পারেনা বিভিন্ন কারনে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সেসব নারী নিজেদেরকে তুলে ধরতে পারেন এবং দেশকে উপস্থাপন করতে পারেন আর্ন্তজাতিক অঙ্গনে।

এবারের চ্যাম্পিয়ন ইন্টারন্যাশনাল ফাইনাল রাউন্ডের জন্য যাবেন দক্ষিন কোরিয়া। সেখানে বসবে মিসেস ইউনিভার্স ২০২২ এর ৪৩ তম আসর। ইতিপূর্বে চীনে র্উবি ইসলাম বাংলাদশের হয়ে অংশগ্রহন করছেন মিসেস ইউনিভার্স এর ৪২ তম আসরে।