নিজস্ব প্রতিবেদক
ওটিসি থেকে ফিরে মূল মার্কেটে লেনদেন শুরু হওয়ার পর থেকেই বাড়ছে মুন্নু ফ্রেব্রিক্সের শেয়ারের দাম। এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে প্রায় দ্বিগুণ। মাঝে মাঝেই বিক্রেতা পাওয়া যাচ্ছে না। অপরদিকে শেয়ারটি ক্রয়ে আগ্রহ দেখিয়ে চলেছেন অনেকেই।
কিন্তু অস্বাভাবিক এই শেয়ারদর বৃদ্ধির বিষয়ে সঠিক কোনো কারণ দেখছেন না কেউ। এতে মুন্নু ফেব্রিক্সের কাছে কারণ দর্শানোর নোটিস দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কর্তৃপতক্ষ।
কিন্তু এর উত্তরে কোম্পানিটি জানিয়েছে মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই তাদের কাছে। আজ সোমবার ( ২১ জুন) বিনিয়োগকারীদের এমন তথ্য জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কর্তৃপতক্ষ।
তথ্য মতে, ডিএসইতে গত ১৩ জুন কোম্পানিটির শেয়ারদর ছিল ১১ টাকা। ২০ জুন কোম্পানিটির শেয়ার দর ১৭ টাকা ৬০ পয়সায় উন্নীত হয়। কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
শেয়ার বিজ/এসএটি
