শেয়ার কিনবেন যমুনা ব্যাংকের উদ্যোক্তা

 

নিজস্ব প্রতিবেদক : শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন যমুনা ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা আবু খায়ের মোহাম্মদ শাখওয়াত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আবু খায়ের মোহাম্মদ শাখওয়াত ১৫ লাখ শেয়ার কিনবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লিখিত পরিমাণ শেয়ার কেনা সম্পন্ন করতে হবে।

গতকাল এ শেয়ারদর দুই দশমিক ৬৮ শতাংশ বা ৬০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ২৩ টাকায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ২৩ টাকা। দিনজুড়ে ২২ লাখ ২৭ হাজার ২৭৫টি শেয়ার ৫৪১ বার হাতবদল হয়, যার বাজারদর পাঁচ কোটি ১৪ লাখ ৮০ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ২২ টাকা ৬০ পয়সা থেকে সর্বোচ্চ ২৩ টাকা ৭০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ১২ টাকা ৫০ পয়সা থেকে ২৪ টাকায় ওঠানামা করে।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সাড়ে ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা ৯২ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫ টাকা ৭০ পয়সা। ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে শেয়ারের মূল্য আয় অনুপাতে সাত দশমিক ৮৮ এবং হালনাগাদ অনিরীক্ষিত ইপিএসের ভিত্তিতে ৮ দশমিক ৮৫। এক হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৬১৪ কোটি ১১ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৯৬৪ কোটি ৩১ লাখ টাকা।

দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ইপিএস হয়েছে ৯১ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৯০ পয়সা। অর্থাৎ ইপিএস বেড়েছে এক পয়সা। দুই প্রান্তিকে অর্থাৎ ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত ছয় মাসে ইপিএস হয়েছে এক টাকা ৩০ পয়সা, যা আগের বছর একই সময় ছিল এক টাকা। ৩০ জুন ২০১৭ পর্যন্ত এনএভি হয়েছে ২৬ টাকা ২৩ পয়সা, যা আগের বছরের একই সময় ছিল ২৪ টাকা ১১ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে ৫৫ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা।

কোম্পানিটির মোট ৬১ কোটি ৪১ লাখ ১৯ হাজার ৩৮৬টি শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৫০ দশমিক ২৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১০ দশমিক ১১ শতাংশ ও ৩৯ দশমিক ৬৪ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।