শেয়ার কিনবেন সাউথইস্ট ব্যাংকের পরিচালক

শেয়ার বিজ : শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন সাউথইস্ট ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মো. আকিকুর রহমান। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মো. আকিকুর রহমান কোম্পানিটির এক লাখ শেয়ার কিনবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজারদরে পাবলিক মার্কেট থেকে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে উল্লিখিত পরিমাণ শেয়ার ক্রয় সম্পন্ন করবেন।

কোম্পানিটি ২০০০ সালে তালিকাভুক্ত হয়। এক হাজার ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৯১৬ কোটি ৯৫ লাখ টাকা। কোম্পানির রিজার্ভের পরিমাণ এক হাজার ৭৩৫ কোটি ৪১ লাখ টাকা। সর্বশেষ বার্ষিক আর্থিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত পাঁচ দশমিক ৭৯ এবং হালনাগাদ অনিরীক্ষিত ইপিএসের ভিত্তিতে পাঁচ দশমিক ৬৬।
কোম্পানিটির মোট ৯১ কোটি ৬৯ লাখ ৫০ হাজার ১৭৬টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৩২ দশমিক ৩৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৯ দশমিক ৯৬ শতাংশ, বিদেশি ছয় দশমিক ৮০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৩০ দশমিক ৯০ শতাংশ শেয়ার রয়েছে।