নিজস্ব প্রতিবেদক: শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন সাউথইস্ট ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মো. আকিকুর রহমান। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য
জানা গেছে।
মো. আকিকুর রহমান কোম্পানিটির এক লাখ শেয়ার কিনবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজারদরে পাবলিক মার্কেট থেকে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তিনি উল্লিখিত পরিমাণ শেয়ার ক্রয় সম্পন্ন করবেন।
গতকাল শেয়ারদর দশমিক ৬০ শতাংশ বা ১০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ১৬ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ১৬ টাকা ৯০ পয়সা। দিনজুড়ে পাঁচ লাখ ৪০ হাজার ৩৪০টি শেয়ার মোট ২২৯ বার হাতবদল হয়, যার বাজারদর ৯০ লাখ ৭১ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ১৬ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ১৬ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ১৪ টাকা ৪০ পয়সা থেকে ২৪ টাকায় ওঠানামা করে।
২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে আলোচ্য সময় কোম্পানিটি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ২৭ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২৮ টাকা ১৬ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ জুন বেলা ১১টায় অফিসার্স ক্লাব, ২৬ বেইলি রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট ছিল ২৩ মে।
৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে, যা আগের বছরের চেয়ে পাঁচ শতাংশ বেশি। এ সময় ইপিএস হয়েছে দুই টাকা ৬৬ পয়সা ও এনএভি ২৮ টাকা ৯৩ পয়সা। এটি আগের বছর একই সময় ছিল যথাক্রমে তিন টাকা ৩৫ পয়সা ও ২৯ টাকা ৬৭ পয়সা। ওই সময় কর-পরবর্তী আয় করেছে ২৪৩ কোটি ৪৯ লাখ ৭০ হাজার টাকা, যা আগের বছর ছিল ৩০৭ কোটি এক লাখ ৩০ হাজার টাকা।
কোম্পানিটি ২০০০ সালে তালিকাভুক্ত হয়। এক হাজার ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৯১৬ কোটি ৯৫ লাখ টাকা। কোম্পানির রিজার্ভের পরিমাণ এক হাজার ৭৩৫ কোটি ৪১ লাখ টাকা। সর্বশেষ বার্ষিক আর্থিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ছয় দশমিক ৩৫ এবং হালনাগাদ অনিরীক্ষিত ইপিএসের ভিত্তিতে ছয় দশমিক ২১।
কোম্পানিটির মোট ৯১ কোটি ৬৯ লাখ ৫০ হাজার ১৭৬টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৩২ দশমিক ৪২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৯ দশমিক ৯৩ শতাংশ, বিদেশি ছয় দশমিক ৮২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৩০ দশমিক ৮৩ শতাংশ শেয়ার রয়েছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইপিএস হয়েছে ৬৮ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৯৬ পয়সা। অর্থাৎ ইপিএস কমেছে ২৮ পয়সা। ৩১ মার্চ ২০১৮ পর্যন্ত এনএভি হয়েছে ২৮ টাকা ৮০ পয়সা। এটি আগের বছরের একই সময় ছিল ৩০ টাকা ২০ পয়সা।
