নিজস্ব প্রতিবেদক : শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন সিটি ব্যাংক লিমিটেডের পরিচালক হোসেন খালেদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির পরিচালক হোসেন খালেদ এক লাখ শেয়ার কিনবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লিখিত পরিমাণ শেয়ার কেনা সম্পন্ন করতে হবে।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি ২৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে, যা আগের বছরের চেয়ে দুই শতাংশ বেশি। এ সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল চার টাকা ৬৪ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২৭ টাকা ৯৮ পয়সা। এটি আগের বছর একই সময় ছিল যথাক্রমে চার টাকা ১০ পয়সা ও ২৮ টাকা সাত পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে ৪০৬ কোটি ২৭ লাখ ৩০ হাজার টাকা, যা আগের বছর একই সময় ছিল ৩৫৯ কোটি ৩১ লাখ ২০ হাজার টাকা।
‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। গতকাল কোম্পানিটির ১৮ কোটি ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দিনজুড়ে ৪১ লাখ সাত হাজার ১৪টি শেয়ার মোট এক হাজার ১৫৫ বার হাতবদল হয়। ওইদিন শেয়ারদর দশমিক ২৩ শতাংশ বা ১০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৪৩ টাকা ৭০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৪৩ টাকা ৯০ পয়সা। দিনজুড়ে শেয়ারদর সর্বনি¤œ ৪৩ টাকা ৬০ পয়সা থেকে সর্বোচ্চ ৪৪ টাকা ১০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে ২২ টাকা ৬০ পয়সা থেকে ৪৫ টাকায় ওঠানামা করে।