Print Date & Time : 6 July 2025 Sunday 11:52 pm

শেয়ার কিনবে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক

নিজস্ব প্রতিবেদক: বিমা খাতের কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের করপোরেট পরিচালক কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।
তথ্যমতে, কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কোম্পানিটির তিন লাখ ৪০ হাজার শেয়ার কিনবে। আগামী ৩০ কার্য দিবসের মধ্যে বর্তমান বাজারদরে ব্লক মার্কেট থেকে উল্লিখিত পরিমাণ শেয়ার কিনবে।
এদিকে গতকাল কোম্পানিটির শেয়ারদর শূন্য দশমিক ৫৩ শতাংশ বা ৩০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৫৭ টাকা ২০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৫৭ টাকা ৪০ পয়সা। দিনজুড়ে এক লাখ ৮০ হাজার ৩৫৬টি শেয়ার মোট ৩৩৬ বার হাতবদল হয়, যার বাজারদর এক কোটি তিন লাখ ৭৮ হাজার টাকা। দিনজুড়ে শেয়ারদর সর্বনিম্ন ৫৬ টাকা ৬০ পয়সা থেকে সর্বোচ্চ ৫৮ টাকায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ৫০ টাকা থেকে ৯৪ টাকা ৬০ পয়সার মধ্যে ওঠানামা করে।
কোম্পানিটির মোট তিন কোটি ৩৫ লাখ ২১ হাজার ৯১৪টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ১৮ দশমিক সাত শতাংশ শেয়ার রয়েছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ৩৪ শতাংশ এবং বাকি ৪৭ দশমিক ৯৩ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।