Print Date & Time : 6 August 2025 Wednesday 6:27 pm

শেয়ার কিনলেন এমটিবির উদ্যোক্তা পরিচালক

নিজস্ব প্রতিবেদক: শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) উদ্যোক্তা পরিচালক মো. আবদুল মালেক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মো. আবদুল মালেক পূর্ব ঘোষণা অনুযায়ী এক লাখ বর্তমান বাজারদরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
শেয়ারদর গতকাল এক দশমিক ৬৬ শতাংশ বা ৫০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ২৯ টাকা ৬০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ২৯ টাকা ৫০ পয়সা। দিনজুড়ে দুই লাখ ৬২ হাজার ২০১টি শেয়ার মোট ৮৭ বার হাতবদল হয়, যার বাজারদর ৭৮ লাখ ১০ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ২৯ টাকা থেকে সর্বোচ্চ ৩০ টাকায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ২৩ টাকা থেকে ৩৬ টাকা ২০ পয়সায় ওঠানামা করে।
৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। ওই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে তিন টাকা ৮৯ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৩ টাকা আট পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে ১৯৮ কোটি তিন লাখ ৪০ হাজার টাকা।
কোম্পানিটি ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির এক হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৫৭৩ কোটি ৩৬ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৬০২ কোটি ৮৩ লাখ টাকা। কোম্পানির মোট ৫৭ কোটি ৩৩ লাখ ৬৩ হাজার ৩৮টি শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে ৩৭ দশমিক শূন্য চার শতাংশ উদ্যোক্তা ও পরিচালকদের, প্রাতিষ্ঠানিক ২২ দশমিক ৮২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৪০ দশমিক ১৪ শতাংশ শেয়ার রয়েছে।