Print Date & Time : 29 August 2025 Friday 3:53 am

শেয়ার কেনাবেচা করবেন দুই পরিচালক

নিজস্ব প্রতিবেদক : শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা দিয়েছেন পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক ফাহামা খান ও ইউনিয়ন ক্যাপিটালের মনোনীত পরিচালক তাজরিনা শিকদার। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজারদরে উল্লিখিত পরিমাণ শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন করবেন। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
পাইওনিয়ার ইন্স্যুরেন্স : কোম্পানির পরিচালক ফাহামা খান দুই লাখ শেয়ার কিনবেন। গতকাল কোম্পানির শেয়ারদর এক দশমিক শূন্য দুই শতাংশ বা ৩০ পয়সা বেড়ে প্রতিটি শেয়ার সর্বশেষ ২৯ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ২৯ টাকা ৭০ পয়সা। দিনভর শেয়ারদর সর্বনিম্ন ২৯ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ৩০ টাকার মধ্যে হাতবদল হয়। ওই দিন ২০ হাজার ৪৭৮টি শেয়ার মোট ৩৪ বার হাতবদল হয়, যার বাজারদর ছয় লাখ ছয় হাজার টাকা। গত এক বছরে শেয়ারদর ২৬ টাকা ৮০ পয়সা থেকে ৩৭ টাকা ৩০ পয়সার মধ্যে হাতবদল হয়।
কোম্পানির মোট ছয় কোটি ৯৯ লাখ ৮০ হাজার ৬২৫টি শেয়ার রয়েছে। ডিএসইর সবশেষ তথ্য অনুযায়ী মোট শেয়ারের মধ্যে ৪৫ শতাংশ শেয়ার উদ্যোক্তা ও পরিচালকদের, প্রাতিষ্ঠানিক ২৩ দশমিক ১৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৩১ দশমিক ৮৩ শতাংশ।
ইউনিয়ন ক্যাপিটাল : কোম্পানির মনোনীত পরিচালক তাজরিনা শিকদারের কাছে ছয় লাখ ৬৯ হাজার ৪১১টি শেয়ার রয়েছে। তার মধ্যে থেকে তিনি দুই লাখ শেয়ার বিক্রি করবেন। গতকাল কোম্পানির শেয়ারদর এক দশমিক ৯১ শতাংশ বা ৪০ পয়সা বেড়ে প্রতিটি শেয়ার সর্বশেষ ২১ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ২১ টাকা ২০ পয়সা। দিনভর শেয়ারদর সর্বনিম্ন ২১ টাকা থেকে সর্বোচ্চ ২১ টাকা ৫০ পয়সার মধ্যে হাতবদল হয়। ওই দিন চার লাখ ৬২ হাজার ৬৪৪টি শেয়ার মোট ৩৩৩ বার হাতবদল হয়, যার বাজারদর ৯৮ লাখ ৯৩ হাজার টাকা। গত এক বছরে শেয়ারদর ১০ টাকা ৪০ পয়সা থেকে ৩৩ টাকা ১০ পয়সার মধ্যে হাতবদল হয়।
২০১৬ সালের হিসাববছরে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। এ সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৪৪ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৮০ পয়সা। ওই সময় কর-পরবর্তী আয় করেছে ২০ কোটি ৫৪ লাখ টাকা। কোম্পানির মোট ১৫ কোটি ৬৫ লাখ ২৯ হাজার ৫৬৪টি শেয়ার বয়েছে।