নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল ফিডের করপোরেট উদ্যোক্তা ন্যাশনাল হ্যাচারি (প্রা.) লিমিটেডের পর এবার শেয়ার ছেড়ে দিচ্ছেন আরো একজন উদ্যোক্তা। আজ ডিএসইকে এ তথ্য জানিয়েছে ন্যাশনাল ফিড।
তথ্যমতে, পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি ন্যাশনাল ফিডের উদ্যোক্তা ইমতিয়াজ আলী কোম্পানিটির হাতে থাকা ১৮ লাখ ৬০ শেয়ার বাজারমূল্যে বিক্রির ঘোষণা দিয়েছেন। পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে তিনি শেয়ার বিক্রি সম্পন্ন করবেন।
এর আগে, ন্যাশনাল ফিডের করপোরেট উদ্যোক্তা ন্যাশনাল হ্যাচারি (প্রা:) লিমিটেড ন্যাশনাল ফিডের প্রায় ২০ লাখ শেয়ার বাজারমূল্যে বিক্রি করেছে। ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভূক্তির পর দুই বছর কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার লক ইন ছিলো। যার মেয়াদ শেষে করপোরেট উদ্যোক্তার পর এবার আরেক উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা এলো।