নিজস্ব প্রতিবেদক : পূর্ব ঘোষণা অনুযায়ী মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের উদ্যোক্তা জনাব আতিকুল হক, জনাব মাহবুবুল হক, জনাব রফিকুল হক কোম্পানিটির ৬০ হাজার শেয়ার বর্তমান বাজার মূল্যে বিক্রি করেছে।
আজ (মঙ্গলবার) ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ তথ্য জানিয়েছে বস্ত্র খাতের ওই কোম্পানিটি।
উল্লেখ্য, ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত ১৮ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। কোম্পানিটির মোট তিন কোটি ২৪ লাখ শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে ৪০ দশমিক ৬৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১১ দশমিক ৯৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৭ দশমিক ৩৬ শতাংশ শেয়ার রয়েছে।




