নিজস্ব প্রতিবেদক : শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) উদ্যোক্তা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, কোম্পানিটির উদ্যোক্তা ইয়াসমিন হকের কাছে কোম্পানির মোট ২১ লাখ ৯১ হাজার ৩৪৫টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে তিন লাখ শেয়ার বিক্রি করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লিখিত পরিমাণ শেয়ার কেনা সম্পন্ন করবেন।
৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাববছরে ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে তিন টাকা ৩০ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ২২ টাকা ১৫ পয়সা। আগামী ২০ জুন সকাল সাড়ে ১০টায় গলফ গার্ডেন, আর্মি গলফ ক্লাব, বিমানবন্দর সড়ক, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকায় এজিএম অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির এক হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৪৪৩ কোটি ১৭ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৪৪৯ কোটি ৭৪ লাখ টাকা।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইপিএস হয়েছে ৬৬ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৭৩ পয়সা। অর্থাৎ ইপিএস কমেছে সাত পয়সা। ৩১ মার্চ, ২০১৭ পর্যন্ত এনএভি হয়েছে ২২ টাকা ৪১ পয়সা। এটি আগের বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ছিল ২২ টাকা ১৫ পয়সা।
কোম্পানির মোট ৪৪ কোটি ৩১ লাখ ৭৯ হাজার ১৬০টি শেয়ার রয়েছে।